ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং করে কিভাবে আপনার ক্যারিয়ার গড়বেন !

 

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং করে কিভাবে আপনার ক্যারিয়ার গড়বেন !

ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং করে কিভাবে আপনার ক্যারিয়ার গড়বেন !



 ফ্রিল্যান্সিং কী:


আপনাকে যদি আমি বলি এটা হলো অনলাইন থেকে ইনকাম করার একটা মাধ্যম তা হয়ত আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে। তবে এই বিষয়ে যদি আলোচনা করি তবে হয়ত আপনি বুঝতে পারবেন। সহজ ভাবে বলতে গেলে অনলাইন থেকে ইনকাম করার নামই হল- ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সিং করে মানুষ আজ ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করছে । অনেকে আবার এত টাকা ইনকাম করছে যা কোন চ্করি করে সম্ভব নয় । আজকে আমি ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয় গুলো আপনাদের জন্য আলোচনা করব।

ফ্রিল্যান্সিং করতে হলে কিছু জরুরী বিষয় রয়েছে যা আপনার জানা অতি জরুরী।


কিছু জরুরী বিষয় সমূহ:


১.      ফ্রিল্যান্সিং এর মানে কি?

২.     ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করা যায়?

৩.     ফ্রিল্যান্সিং এর ভবিষৎ কেমন?

৪.     ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে?

৫.     ফ্রিল্যাসার হয়ে কিভাবে টাকা আয় করব?

৬.     ফ্রিল্যাসার হয়ে মাসে কত টাকা আয় করা যাবে?


 


  •   ফ্রিল্যান্সিং এর মানে কি?


ফ্রিল্যান্সিং মূলত এমন একটা পেশা যেখানে আপনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন কাজ করে টাকা আয় করতে পারবেন। এটা চাকরির মতন হলেও আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন । ফ্রিল্যান্সিং করতে আপনার কোন অফিস করতে হবে না আপনার বাসায় বসেই আপনি এটা করতে পারবেন। আপনি চাইলে আপনার পছন্দমত কাজ আপনি করতে পারবেন। আপনার বায়ারের যে কাজ আপনি নিবেন সেটাই আপনি করবেন আপনার বাসায় বসেই। আপনার দক্ষতা অনুযায়ী আপনি দেশ ও দেশের বাইরের যে কোন বায়ারের কাজ করে চাকররি চেয়ে ২-৩ গুন বেশি  আয় কতে পারবেন। আমাদের দেশে দক্ষতার তেমন দাম না থাকলেও বাইরের ধেশের মানুষের কাছে দক্ষতার দাম অত্যধিক।


  •    ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করা যায়?


ফ্রিল্যান্সিং শুরু করতে আপনি যে বিষয়ে সার্ভিস দিবেন সে বিষয়ে আপনার দক্ষত্া ভাল থাকতে হবে । আপনি যদি ভাল দক্ষতা অর্জন না করেন তবে কিন্তু ভাল কাজ উপহার বা করতে পারবেন না । তাই ফ্রিল্যান্সিং শুরুতে আপানাকে দক্ষতা অর্জন করতে হবে ।


  •   ফ্রিল্যান্সিং এর ভবিষৎ কেমন?


ফ্রিল্যান্সিং পেশা এখন দিনদিন জনপ্রিয় হয়ে ওঠেছে। ফ্রিল্যান্সিং পেশা নিয়ে অনেকের ভুল  ধারনা ছিল। অনেকেই ধারণা করেন ফ্রিল্যান্সিং পেশার আয়ের কোন নিশ্চয়তা নেই। এরকম নেতিবাচক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু এখন আর এই ধারণা একদমই ঠিক না । আর এমন কোন নেতিবাচক ফ্রিল্যান্সিং সেক্টরে নেই । আপনার দক্ষতা কাজে লাগিয়ে আপনি আপনার ভবিষৎ অনেক বেশি সুন্দর করে তুলতে পারবেন যা হয়ত আপনি ভাল কোন চাকরি করার পরও পারবেনা ।


  •     ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে?

ফ্রিল্যান্সিং করতে আপনাকে তমেন কছিুই লাগবে না, তবে আপনার একটা কম্পিউটার  অথবা ল্যাপটপ থাকা লাগবে । আপনি কম্পিউটার এবং ল্যাপটপের  মাধ্যমে দিয়ে  আপনি ফ্রিল্যান্সিং করতে পারবনে। তবে আপনাকে অবশ্যই আপনার মডেম  অথবা একটা ব্রডব্যান্ড  লাইন থাকতে হবে যেটার  মাধ্যমে আপনি নিরবিচ্ছন্ন  ইন্টারনেট  সংযোগ রাখতে পারবেন আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার প্লান অনুযায়ী আপনাকে প্রথমে আপনার স্কিল  ডেভেলপ  করতে হবে।  র্অথাৎ আপনাকে শিখতে  হবে খুব ভালোভাবে কারণ আপনি যদি ভালোভাবে না শিখতে  পারেন।  তাহলে ভালোভাবে সার্ভিস দিতে পারবেন না। সেজন্য  আপনাকে ভালোভাবে আগে শিখতে  হবে আপনার একটা কথা মাথায় রাখতে হবে আপনি যত ভালোভাবে শিখবেন  আপনি তত ইনকাম  করতে পারবেন। আপনি আপনার ভালো করতে হলে আপনাকে শিখার  মাধ্যমে থাকতে হবে আপনার আরও মনে রাখতে হবে আপনার শিখার শেষ  হবে না কখনো । আপনার কম্পিউটারটি কত টাকা দিয়ে কিনবেন এটা নিয়ে আপনারা অনেক সময় চিন্তায় থাকেন । আপনার সার্মথ্য অনুযায়ী ১৫ থকেে ২০,০০০ টাকার মধ্যে হতে পারে অথবা আপনি চাইলে ৩০ থকেে ৪০ হাজার  বা তারও বেশি  টাকা দিয়ে  আপনি কম্পিউটার বা ল্যাপটপ কিনে ফ্রীল্যানসিং করতে পারেন।


  • ফ্রিল্যাসার  হয়ে মাসে কত টাকা আয় করা যাব?


ফ্রিল্যান্সিং করে আপনি কত টাকা আয় করতে পারবনে  সেটা একমাত্র আপনার উপরই নির্ভর করে ।  আপনি যতটা সময় এখানে ব্যয় করবেন  আপনি ঠিক  ততটাই আয় করতে পারবেন ।  আপনার স্কিল যদি খুবই ভালো হয়  সেক্ষেত্রে আপনি ভালো পরমিাণে ইনকাম করতে পারবেন যেটা সামান্য নয় অবশ্যই অনেক বেশি  পরমিাণে যা কিনা  আপনি একটা ভালো চাকরি করেও  ইনকাম করতে পারবনে না সেজন্যই এখন দিন দিন মানুষ ফ্রিল্যান্সিং পেশায় ঝুঁকে পড়ছে এবং এই পেশায়  অনেক পরমিাণ র্অথ আয় করছে। বাংলাদশেরে প্রায় ছয় লাখের  বেশি মানুষ এই কাজ করে স্বাবলম্বী হয়ছেে।

It is a platform where you can learn graphic design for free.
 

Thank You.



1 comment:

  1. বাংলাদেশি ডিজিটাল মার্কেটপ্লেস, আপনার গিগ টি পাবলিশ করুন এবং আয় করুন>https://swapdealbd.com

    ReplyDelete

Theme images by loops7. Powered by Blogger.