ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে ক্যারিয়ার গড়া যায়?

ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে ক্যারিয়ার গড়া যায়?

ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে ক্যারিয়ার গড়া যায়


ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে ক্যারিয়ার গড়া যায় আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং এখানে আপনার তেমন কোন অফিসের ঝামেলা থাকবে না আপনি নিশ্চয়ই আপনার স্বাধীন মত কাজ করতে পছন্দ করেন  এবং আপনি  আপনার  ইচ্ছামত সময় বেছে  নিয়ে  আপনি কাজ করতে পারবেন। তবে ফ্রিল্যান্সিং করতে হলে যেহেতু এটা দেশের বাইরের বাজারে কাজ করতে হবে।  তাই আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি ভালোভাবে জানতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে  ক্যারিয়ার গড়তে চান। যদি ইংরেজি ভালো ভাবে না জানেন  তবে আপনি ভাল সার্ভিস দিতে পারবে না অর্থাৎ আপনি আর কি কি সার্ভিস দিবেন সেটা যদি বায়ারকে বুজাতে না পারেন  এবং আপনি বায়ারের কথাগুলো যদি বুজতে না পারেন তবে ভালো সার্ভিস দিতে পারবেন না।  

তাই আপনাকে ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।  তো চলুন আজকে আমরা ক্যারিয়ার গড়ার বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা করি। 

কীভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন?

আপনি যে কাজে দক্ষতা অর্জন করেছে অর্থাৎ আপনার সবচেয়ে কাজে দক্ষতা রয়েছে আপনি সেই কাজটিই ফ্রিল্যান্সিং  করা শুরু করবেন আপনি নিয়মিত বিড করে যাবেন আপনি যে কাজটা জানেন আপনি সেই  কাজটা দিয়ে শুরু করতে থাকবেন।মার্কেটপ্লেসে অনেক কাজ রয়েছে তার মধ্যে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, টাইপিং, মার্কেটিং সহ নানা ধরনের কাজ আপনি পাবেন । তবে এই ধরনের কাজে বেশ প্রতিযোগিতা  রয়েছে আপনি যদি প্রতিযোগিতায় টিকতে চান তবে আপনাকে ভালো দক্ষতা অর্জন করতে হবে । আপনি যদি ভালো দক্ষতা অর্জন করতে পারেন এই মুহূর্তে তবে চেষ্টা করে যান এবং কাজ শিখতে থাকুন আপনি আজকে না পারলে হয়ত এক মাস পরে পারবেন অথবা আপনি এক বছর পরে পারবেন এভাবে আপনি যদি চেষ্টা করতে থাকেন তবে একদিন না একদিন আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন । সেজন্য কিন্তু আপনাকে বসে থেকে  বা টেনশন নিয়ে চুপ করে থাকলেই হবে না আপনাকে কাজ করে যেতে হবে । কাজ শিখে গেলেই কেবলমাত্র আপনি মার্কেটপ্লেসে সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন ।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কী?

মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং সাইট এরকম একটা মিলন মেলা যেখানে বায়ার  এবং ফ্রীলান্সারদের  মধ্যে কথোপকথন হয়ে থাকে। যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের বায়াররা  তাদের কাজ করানোর জন্য  ফ্রীলান্সারদের  খুঁজতে আসেন । এ ছাড়া যেখানে তারা তাদের বিভিন্ন ধরনের কাজ পোস্ট করেন এবং ফ্রীলান্সাররা সেখানে তাদের করা কাজগুলো বিড করেন । তখন এই কাজ দেখে যদি বায়ারের  কাছে ভালো লাগে তাদেরকে বায়াররা প্রে করে তবে মার্কেটপ্লেস এ জন্য কিছু ডলার  কিছু পরিমাণ কেটে রাখে এবং অবশ্যই অবশ্যই বাকি ডলার  ফ্রীলান্সারদের একাউন্টে মার্কেটপ্লেস জমা করে দেয় এটাই হচ্ছে মার্কেটপ্লেস।

    01. আপনার লক্ষ্য নির্ধারণ  করা 

প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে।  আপনি যদি আপনার কাছের লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন তাহলে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। তারমানে আপনি এই সেক্টরে  কতটুকু সময় দেবেন বা কতটুকু  কাজ করবেন সেটা আপনাকে পূর্বেই নির্ধারণ করতে হবে। কারণ আপনি যদি পূর্বে নির্ধারণ না করে থাকেন, তাহলে আপনি সেটা অবশ্যই সম্পন্ন করতে পারবেন না আপনি এটাকে ফুলটাইম হিসেবে কাজ করবেন নাকি শুধুমাত্র পার্ট টাইম হিসেবে কাজ করবেন সেটা আপনাকে পূর্বেই নির্ধারণ করতে হবে। 

     02. দক্ষতা অর্জন করা 

আপনি যে বিষয়ে কাজ করবেন অর্থাৎ আপনি যে বিষয়ে কাজ করে ডলার ইনকাম করতে চাচ্ছেন অর্থাৎ লানসিং করতে চাইছেন সে বিষয়ে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে । আপনি যদি দক্ষতা অর্জন না করে মার্কেটপ্লেসে কাজ করতে চান বা কাজ খুঁজেন সেক্ষেত্রে আপনি কাজ পাবেন ঠিকই কিন্তু ঠিকমত কাজ জমা দিতে পারবেন না যার কারণে বায়ার আপনার সঠিক রিভিউ দিবে না অর্থাৎ আপনি পরবর্তীতে কাজ পেতে অনেক বেগ পেতে হবে তাই আপনাকে আপনার দক্ষতা নিয়ে আগে ভাবতে হবে আপনার দক্ষতা অনুযায়ী আপনি কাজ করলে অবশ্যই কাজ পাবেন অর্থাৎ আপনার দক্ষ হওয়া বেশি জরুরি বলে মনে করি আমি।

     03. নিয়মিত বিড করা 

আপনি যে কাজটি পারেন সে কাজটাই নিয়মিত বিড  করে যাবেন সেক্ষেত্রে আপনার কাজের দক্ষতা হবে । অর্থাৎ আপনার দক্ষতা বৃদ্ধির সাথে সাথে আপনি আপনার ভুলগুলো ধরে ফেলতে পারবেন ।

 আরও যেসব বিষয়গুলো আপনার মনে রাখতে হবে

ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে হলে আপনাকে সর্ব প্রথম আত্মবিশ্বাসী হতে হবে । তবে আপনি যে কাজটা নিবেন সে কাজটা সঠিক সময়ে জমা দিতে পারবেন কিনা সেটা ভেবে চিন্তেই নিবেন। যদি আপনি জানেন যে আপনি কাজটা সঠিক সময়ে জমা দিতে পারবেন না সেক্ষেত্রে আপনার কাজ না নেয়ায় ভালো এবং এছাড়াও আপনি সফল হতে চাইলে আপনার মার্কেটপ্লেসের যারা সফল হচ্ছে তাদের প্রোফাইল গুলো দেখে এবং তাদের ডিজাইন তাদের দক্ষতা গুলো অনুসরণ করা।  সবসময় সফল ফ্রীলান্সারের অনুসরণ করে চলা  এবং তাদের সাথে স্টান্ডার্ড সম্পর্ক বজায় রাখা তাদের  কাছ থেকে মাঝে মাঝে পরামর্শ গ্রহণ করা যাতে আপনি খুব দ্রুত সফল হতে পারেন ।  এছাড়াও আপনাকে আপনার মন-মানসিকতা কিভাবে তৈরি করতে হবে যেন আপনি বায়ার যে কাজটা আপনাকে দিবে সেটা আরও সুন্দর করে মননশীল করে তৈরি করতে চেষ্টা করতে হবে। 

এবং বায়ারের কাজ যতক্ষণ পর্যন্ত পছন্দ না হয় ততক্ষণ পর্যন্ত করে দেওয়ার মন মানসিকতা আপনার থাকতে হবে বারবার রিভিউ দেবার মন মানসিকতা থাকতে হবে যেরকম কাজ যাবে ঠিক সেরকমই কাজ করে দেওয়ার মন মানসিকতা  থাকতে হবে । যেমন তেমন  কাজ যেন জামা না দেয়া চেষ্টা করতে হবে । সেই জন্য  কাজের দক্ষতা আপনাকে অবশ্যই অর্জন করেই মার্কেটপ্লেসে সফল হওয়ার কথা চিন্তা করতে হবে। খুব দ্রুত সফল হওয়ার জন্য ফ্রীল্যানসিং নয় । এই সেক্টরে আপনাকে লেগে থাকলেই কেবল মাত্র আপনি সফল হতে পারবেন।








No comments

Theme images by loops7. Powered by Blogger.