যাদের জন্য ফিল্যান্সার পেশা নয় -
যাদের জন্য ফিল্যান্সার পেশা নয় -
আজ আমরা এমন একটা বিষয় জানব যে বিষয়টা আপনার জানা জরুরী যদি আপনি ফিল্যান্সার হতে চান । বর্তমানে যুব সমাজের কাছে সবচেয়ে জনপ্রীয় আয়ের এর উৎস হিসেবে পরিচিত ফ্রীল্যানসিং পেশা। ফ্রীল্যানসিং ছেলে মেয়ে সবার কাছেই খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয়। যেখানে স্বাধীনভাবে কাজ করা যায় এবং অফিসের কোনো ধরাবাধা নিয়ম নেই। আপনি বায়ার থেকে কাজ নিবেন এবং সেটা আপনি সময় মত জমা দিবেন এটাই আপনার ফ্রিল্যান্সিং এর কাজ।
আমরা সাধারণত লেখাপড়া শেষ করে বা তার পূর্বেই ফ্রীল্যানসিং করে টাকা ইনকাম করতে চাই। কিন্তু আমাদের মাথাই থাকে না যেকোনো একটা প্রতিষ্ঠানে থেকে তিন মাসের একটা কোর্স করে অথবা অল্প কিছু কাজ শিখে যদি আমরা মার্কেটেপ্লেসে বায়ার থেকে কাজ নিয়ে কাজ করতে চায় তাহলে আমরা সঠিকভাবে কাজটা করতে পারব না। কিন্তু আমরা যে কোন একটা প্রতিষ্ঠানে তিন মাসের কোর্স করে তারপর আমরা মনে করি আমাদের অনেক কিছু শেখা হয়ে গেছে আমরা এখনই মার্কেটপ্লেসে চেয়ে অনেক টাকা ইনকাম করতে পারব। আসলে এখানেই আমরা ভুল করে ফেলছি।
আমাদের মাঝে অনেকেই আমরা আছি শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর একটা বই পড়েই আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে আয় করার জন্য মার্কেটপ্লেসে চলে যায়। কিন্তু আমাদের মাথায় থাকে না যে আমরা আসলেই কতটুকু কাজ জানি আমরা এক মাসের কাজের প্র্যাকটিস করে আমরা অনেক সময় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করি। এ কারণে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে ফিরে আসি এবং ফ্রিল্যান্সিং সেক্টর কে আমরা বলি এখানে কোন কাজ পাওয়া যায় না। আসলে আমি যতোটুকু শিখব আমাকে তো ততটুকুই মানুষ কাজ দিবে কিন্তু আপনি যদি কাজটা ঠিকমতো না শিখেন। তবে কি করে আপনি কাজ পাবেন বলে মনে করেন ? তাই আপনাকে অবশ্যই আগে ভালোভাবে কাজ শিখতে হবে এবং কাজ শিখার মত যদি যথেষ্ট সময় আপনার না থাকে তাহলে আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে না আসাই ভাল। আর আপনার যদি যথেষ্ট সময় এবং পরিশ্রম করার সামর্থ্য থাকে তাহলেই কেবলমাত্র আপনি এ সেক্টরে সফল হতে পারবেন।
আপনি এটা ভেবেননা যে আপনি পরিশ্রম করবেন না আর আপনি লক্ষলক্ষ টাকা ইনকাম করে ফেলবেন এটা যদি আপনি ভাবেন তবে আপনার জন্য ফিল্যান্সার পেশা নয়।
যাদের জন্য ফ্রিল্যান্সিং নয়-
- যারা খুব সহজে সাফাল্য পেতে চাই।
- যারা অল্পদিন কিছু কাজ শিখে মার্কেটপ্লেসে কাজ চাই।
- যাদের কাজের দক্ষতা নেই।
- যাদের নিজের কাজের প্রতি দক্ষতা বৃদ্ধি করার মত সময় নেই।
- যারা মনে করে অল্প পরিশ্রম করে প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করা যায়।
- যারা মনে করে ৩ মাস এর একটা কোর্স করে সব শিখে যাব।
- যারা মনে করে পরে সব কিছু শিখে নিবো।
- যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সময় দিতে পারে না।
- যাদের পরিশ্রম করার সামর্থ্য নেই।
- যারা অল্প দিনে ও কম পরিশ্রম করে বেশি বেশি ইনকাম করতে চাই।
- যারা সময়ের প্রতি উদাসিন।
- যারা নতুন নতুন কিছু শিখতে চাইনা।
- যারা একদম ইংরেজি পারেনা।
- যারা ইন্টারনেট ব্রাউস করতে পারেনা।
আপনি নিশ্চয়ই উপরের ব্লক পোস্ট থেকে বুঝতে পেরেছেন যে আসলে কার জন্য এই সেক্টর। আপনার যদি যথেষ্ট সময় এবং শিখার আগ্রহ না থাকে তাহলে আপনাকেএই সেক্টরে না আসায় ভালো হবে। আপনার ক্যারিয়ার গড়তে হলে অবশই আপনাকে এখানে সময় দিতে হবে সাথে সাথে প্রতিনিয়ত নতুন নতুন কাজ শিখতে হবে। এখন সিদ্ধান্ত নেবার পালা আপনার।
No comments